বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু।

436108159_979304713323983_7325747242273611239_n.jpg

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলার গাওঘরা চান্দারডাংগা এলাকায় রুহুল আমিন শেখ (৪২) নামে এক কৃষক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মিতা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের ৪ জনকে অভিযুক্ত করে বটিয়াঘাটায় থানায় অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার সকালে সকালে কৃষক রুহুল আমিন তার বেগুন ক্ষেতে আগাছা পরিস্কার করছিলো। উক্ত স্থানে এক বছরের বেশি সময় ধরে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুটির টানার তার ছিড়ে বেগুন ক্ষেতের ভিতর পড়ে থাকে । যা থেকে রুহুল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সুরখালী পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ কামরুজ্জামান বলেন,আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share this post

PinIt
scroll to top