লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার, বলছেন হাথুরুসিংহে

litton-1716032936.webp

দেশের তথ্য ডেস্ক।।

 

লিটন দাসের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে রেখে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক প্যানেল। শ্রীলঙ্কা সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টাইগার এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ১, ২৩ ও ১২ রান করে একাদশ থেকেই ছিটকে যান লিটন। এমন পারফরম্যান্সের পরও তাকে নিয়েই বিশ্বকাপ দল সাজিয়েছে বাংলাদেশ।

তবে বিশ্বকাপে লিটন তার স্বমহিমায় ফিরবেন বলে আশা টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুধু লিটনই নয়, দেশ ছাড়ার আগে বিসিবির ডিজিটাল প্লাটফর্মকে দলের সকল ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

লিটনকে নিয়ে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হাথুরু বলেন, ‘লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।’

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফর্মে নেই। তার অধিনায়কত্বের সামর্থ্যও প্রশ্নবিদ্ধ। তাকে নিয়ে হাথুরু বলেন, ‘শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে থাকলে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে নেমে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ। আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’বিশ্বকাপের দল ঘোষণার আগে তাসকিন আহমেদকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চোট সেরা না উঠলেও এই পেসারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। এই বিশ্ব আসরে তাসকিনকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তাসকিনের নিবেদনের প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, ‘তাসকিন খুব আবেগী মানুষ। সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয়। সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে। উন্নতির চেষ্টা করে, দারুণ চরিত্র।’

 

Share this post

PinIt
scroll to top