পুলিশের বিশেষ অভিযানে ১১ টি বিক্রয় নিষিদ্ধ বন্য পাখিসহ জন গ্রেফতার।

441249571_761115389529432_4405046449202159879_n.jpg
দেশের তথ্য ডেস্ক।।
কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ (এগার) টি বিক্রয় নিষিদ্ধ বন্য পাখিসহ ০১ (এক) জন গ্রেফতার
খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। কেএমপি বিগত কয়েক মাস থেকেই অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, চোরাচালানকারী, মাদক, জঙ্গি, অস্ত্র, গোলাবারুদ, চোরাই মোটর সাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।No photo description available.
এরই ধারাবাহিকতায় আজ ১৮ মে ২০২৪ খ্রিঃ খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযানে উক্ত থানাধীন বিসিক শিল্প নগরস্থ হ্যামকো ব্যাটারী কোম্পানির মূল গেটের পাশে অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ বন্যপাখি বিক্রয়কারী সমেন্দ্র হালদার(৩২), পিতা-নিমাই হালদার, সাং-বানারসি, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীকে ১১ (এগার) টি বিক্রয় নিষিদ্ধ বন্য পাখিসহ গ্রেফতার করা হয়েছে। উক্ত বন্যপাখি বিক্রয়কারীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর অন্তরালে পাখি ক্রয়-বিক্রয় করে আসছে। No photo description available.এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খানজাহান আলী থানার মামলা নং-১৯, তাং-১৮/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৮(২) রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top