উপজেলা নির্বাচন ২৩ উপজেলায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির

30-1.jpg

দেশের তথ্য ডেস্ক।।

পরিপত্রে উল্লেখ করা হয়, ‘ইভিএম ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার করতে হবে। ইভিএম ব্যবহার যেহেতু একটি কারিগরি বিষয়, তাই এর ব্যবহার, কার্যকারিতা এবং সফলতা সম্পর্কে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট এবং ভোটারদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তা, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সুবিধার্থে ইভিএম ব্যবহার পদ্ধতিবিষয়ক একটি নির্দেশিকার প্রয়োজনীয়সংখ্যক কপিও সংশ্লিষ্টদের কাছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২৩টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হচ্ছে। এ ধাপে সারা দেশে ১৫৭টি উপজেলায় ভোটগ্রহণ হবে।

সম্প্রতি নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান ইভিএম সম্পর্কিত পরিপত্র জারি করেন। তাতে এ নির্দেশনা দেয়া হয়।

ইসির পরিপত্রে বলা হয়, ‘আগামী ২১ মে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, তাড়াশ, পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, যশোরের চৌগাছা, ঝিকরগাছা, শার্শা, পিরোজপুরের কাউখালী, নেছারাবাদ, মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর, শরীয়তপুরের শরীয়তপুর সদর, জাজিরা, জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, চাঁদপুরের চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রগুলোর ভোটগ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয়সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে যথাসময়ে রিটার্নিং অফিসারের কাছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’

পরিপত্রে উল্লেখ করা হয়, ‘ইভিএম ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার করতে হবে। ইভিএম ব্যবহার যেহেতু একটি কারিগরি বিষয়, তাই এর ব্যবহার, কার্যকারিতা এবং সফলতা সম্পর্কে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট এবং ভোটারদের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তা, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সুবিধার্থে ইভিএম ব্যবহার পদ্ধতিবিষয়ক একটি নির্দেশিকার প্রয়োজনীয়সংখ্যক কপিও সংশ্লিষ্টদের কাছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’

পরিপত্রে আরও বলা হয়, ‘ইভিএমের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে এক দিনব্যাপী ভোটারদের জন্য ভোটার প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করতে হবে। আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রভিত্তিক ভোটার শিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্বাচনি এলাকার সব ভোটাররা যাতে ভোটার শিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটদান পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারে, এ বিষয়ে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করতে হবে।

‘ভোটগ্রহণের দিন ভোটারদের ভোট প্রদানের জন্য দাঁড়ানো লাইনে অথবা ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে ব্যালট ইউনিটের রেপ্লিকার সাহায্যে ভোটার শিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।’

 

Share this post

PinIt
scroll to top