দেশের তথ্য ডেস্ক।।
১৭ মে ২০২৪ ইং তারিখ র্যাব-৬, সদর কোম্পানি, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে খুলনা জেলার জিরো পয়েন্ট হতে ভ্যান যোগে খান জাহান আলী (রূপসা) ব্রীজ হয়ে বাগেরহাট এর দিকে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ খুলনা জেলার রূপসা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের খান জাহান আলী (রুপসা) সেতুর টোল প্লাজায় অবস্থান করে। পরবর্তীতে ১৭/০৫/২০২৪ ইং তারিখ দুপুরে খান জাহান আলী (রুপসা) সেতুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আলিম (৩০), পিতা- আব্দুল আজিজ, সাং- চান্দেরপুল, থানা- ঝিকরগাছা, জেলাঃ যশোরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে তাহার দখলকৃত ভ্যানের কাঠের বডির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।