৬১৫ কেন্দ্রে ব্যালট যাবে ভোটের আগের দিন

valot-202312181427571-202401042127461-20240516165826.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে ৩০টি উপজেলার ৬১৫ কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন (২১ মে) সকালে।

সম্প্রতি ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য ৩০ উপজেলার ৬১৫টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে ভোটের আগের দিন নির্বাচনী মালামালসহ ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে অনুমতি দিয়েছেন।যেসব

উপজেলায় ব্যালট যাবে আগের দিন

কুড়িগ্রাম সদর, উলিপুর, অষ্টগ্রাম, গাইবান্ধা সদর, শিবগঞ্জ, মুলাদী, হিজলা, কুমারখালী, ভোলা সদর, দৌলতখান, মৌলভীবাজার সদর, রাজনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, বাহুবল, নবীগঞ্জ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লামা, নাইক্ষ্যংছড়ি, বিলাইছড়ি, রাজস্থলি, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ।

প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

 

Share this post

PinIt
scroll to top