দেশের তথ্য ডেস্ক।।
১৫ ই মে বুধবার, হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
হাওড়ার ইচ্ছাপুর জল ট্যাঙ্ক মোড় থেকে শুরু করে কদমতলা পাওয়ার হাউস, পঞ্চানন তলা রোড ,জি টি রোড ও অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হওয়ার কথা ছিল পিলখানা মোরে , কিন্তু ওখানে যাবার পর মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন আরো কিছুটা হাটবেন, তাই ওখান থেকে তিনি সালকিয়া জটাধারী পার্ক পর্যন্ত যান।
শিবপুর, মধ্য হাওড়া ও উত্তর হাওড়া এই তিন বিধানসভা এলাকায় দিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর পদযাত্রা , পদযাত্রা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে, ও আগে থেকেই রাস্তার দু’ধারে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ ভিড় জমাতে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখার জন্য, এই পদযাত্রার মূল উদ্দেশ্য এলাকার প্রার্থী, সকলের মনের মানুষ, কাজের মানুষ , প্রসূন মুখোপাধ্যায় কে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন এই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিলেন।
অপরদিকে প্রশাসনের আধিকারিকরা হাওড়ার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করে দেন, পদযাত্রাকে ঘিরে,
প্রশাসন সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় উপস্থিত রয়েছেন, রাজ্যের খাদ্য প্রতিক্রিয়াকরণ, শিল্প উদ্যান পালন দপ্তরের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারী, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই পদযাত্রায় পা মেলান, পদযাত্রা ঘিরে মানুষের জনজোয়ার চোখে পড়ার মতো।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়।