কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ (আট) জন মাদক কারবারি গ্রেফতার।

441469316_758177196489918_3338288236236109169_n.jpg
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ নাছির উদ্দিন(৫৫), পিতা-আঃ রশিদ, সাং-ধাওয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-দিলখোলা, থানা-খুলনা; ২) মোঃ সোহেল রানা(২৫), পিতা-মনজুর শেখ, সাং-নতুন বাজার লঞ্চঘাট, থানা-খুলনা; ৩) ছামিয়া আক্তার(২১), পিতা-সৈয়দ আলী, সাং-নতুন বাজার, থানা-খুলনা; ৪) মোঃ শুকুর আলী(২৭), পিতা-মোঃ আবুল হাওলাদার, সাং-বাস্তহারা, থানা-খালিশপুর; May be an image of 4 people and text that says 'মাদক উদ্ধার অকিযান -পরিমাপুর থানা, খুলনা মেট্রেপলিটন পলিশ, খুলনা あ . খুন খুন 7e 14,2024,01:46 14, 2024,01:46 2024, 01:46'৫) মোঃ শাহাদাৎ হোসেন(৪৮), পিতা-মৃত: তছির উদ্দিন, সাং-বাস্তহারা, থানা-খালিশপুর; ৬) মোঃ রফিকুল ইসলাম হাওলাদার(৩৫), পিতা-মোঃ হুকুম আলী হাওলাদার, সাং-০২ নং সোনালী জুট মিলস ফ্যামিলি কোয়াটার্স, থানা-খানজাহান আলী; ৭) মোঃ একরাম হোসেন(৪৮), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং-দৌলতদিয়ার, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা, এ/পি সাং-বাংলার মোড়, থানা-খালিশপুর এবং ৮) শাকিল হোসেন(৩৪), পিতা-মোঃ শাহজামাল শেখ, সাং-ছোট বয়রা মার্কেট রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছেMay be an image of tea and text that says '(০১+০১)=০২(দই) )=০২ (দুই) (၁၁) কেজি গাঁজা'May be an image of medicine and text that says '0០ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট। ្្'। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক।।

Share this post

PinIt
scroll to top