শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। অবশেষে ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পৌরসভা আওয়ামী লীগের সদস্য প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু। ১৪ মে মঙ্গলবার উ”চ আদালতের আদেশে মনোনয়ন ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন প্রার্থীর ভাই সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলে ৫ মে যাচাই-বাছাইতে প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু’র মনোনয়ন বাতিল করা হয়। পরে ৭ মে জেলা প্রশাসক ও আপিল কমিটি বরাবর আপিল করলে এখানেও বাতিল বলে গণ্য করা হয়। পরে মনোনয়ন ফিরে পেতে ১২ মে উ”চ আদালতে যান প্রার্থী আব্দুল ওয়াহাব বাবলু।
১৩ মে শুনানীন্তে ১৪ মে আদালতের আদেশে প্রার্থীতা ফেরত পেয়েছেন আব্দুল ওয়াহাব বাবলু। বিজ্ঞ উচ্চ আদালত প্রার্থীতা ফেরত দিয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রতীক বরাদ্দ দিতে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী আব্দুল ওয়াহাব বাবলু। উল্লেখ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাড়ালো ৯ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠন