পাইকগাছায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।

.jpg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক: পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা  ইপিআরসি ও জনস্বার্থে  প্রকৌশল দপ্তর এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন, জনস্বার্থে প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ইপিআরসি’র প্রোগ্রাম ডাইরেক্টর তোফায়েল আহম্মেদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউনিসেফ খুলনার ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ, ইপিআরসি কর্মকর্তা মোহাম্মদ আবু জাহিদ ও মোঃ মনিরুল ইসলাম, ইউপি সচিব জাভেদ ইকবাল, আরিফ বিল্লাহ, ফারুক হোসেন, গণি গাজী, ইউপি সদস্য পিযুষ কান্তি মন্ডল, অঞ্জলী ঢালী, বিনতা রানী বিশ্বাস সখিনা বিবি ও নাছিমা বেগম। অবশেষে মনোনয়ন ফিরে পেলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহাব বাবলু

 

Share this post

PinIt
scroll to top