ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণার দিন ঘরোয়া ফুটবলে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ। ফেডারেশন কাপ সেমিফাইনালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। তিনদিন আগে লিগ শিরোপা জেতা কিংস আজ (মঙ্গলবার) সহজেই আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমের আরেক টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে।
গোপালগঞ্জ আবাহনীর হোম ভেন্যু। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ নিজেদের হোম ভেন্যুতে থাকলেও আজকের ম্যাচে আবাহনীর পারফরম্যান্স অনেকটাই জার্সি সর্বস্ব। ম্যাচে সহজ এবং নিশ্চিত গোলের সুযোগ দুটোই পেয়েছিল আবাহনী। সাত মিনিটে বক্সের মধ্যে ফাঁকা গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি আবাহনীর ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্ণলিয়াস।
১৩ মিনিট পরই সেই ভুলের চরম খেসারত দিতে হয়েছে। স্টুয়ার্টের চেয়ে একটু জটিল পরিস্থিতিতে বল পেয়েও বেশ সুন্দর ফিনিশিং করেছেন কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো। মাঝমাঠ থেকে আরেক ব্রাজিলিয়ান মিগুয়েলের বাড়ানো বল উইঙ্গার রাকিব হোসেন দ্রুতগতিতে বক্সের দিকে এগিয়ে যেতে থাকেন। বক্সের মধ্যে থাকা রবসনের উদ্দেশে বল পাঠান রাকিব। রবসন ডিফেন্ডারদের মাঝে জায়গা করে নিয়ে পরাস্ত করেন আবাহনীর গোলরক্ষক সোহেলকে।
প্রথমার্ধে আবাহনী গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে আবাহনীকে সেভাবে ম্যাচে পাওয়াই যায়নি। সেমিফাইনাল ম্যাচে এক গোলে পিছিয়ে থাকলেও খেলায় ফেরার তাড়না সেভাবে ছিল না দলটির ফুটবলারদের। এমন নির্জীব আবাহনীর জালে আরেকবার বল জালে পাঠায় কিংস। ৭০ মিনিটে বাম প্রান্ত থেকে ক্রসে ডানপাশে বল পান রাকিব। রাকিবের ফিরতি ক্রসে বেশ সহজেই হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডরিয়েল্টন। পরে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। একেবারে ম্যাচের অন্তিম মিনিটে বক্সের ওপর ফ্রি-কিক পায় কিংস। দুই ব্রাজিলিয়ান রবসন ও মিগুয়েলের মধ্যে মনোমালিন্য দেখা গিয়েছিল আবাহনীর বিপক্ষে লিগ ম্যাচটিতে। আজ ফ্রি-কিক নেওয়ার সময় খানিকটা সংশয় ছিল কে নেন। পরে অবশ্য তেমন বিপত্তি দেখা যায়নি। অধিনায়ক রবসনের শট আবাহনীর গোলরক্ষক আংশিক সেভ করেন। ফিরতি বলে ইব্রাহিম টোকা দিয়ে বল জালে পাঠান। আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে আরেকটি টুর্নামেন্টের ফাইনালে উঠল কিংস। এই গোপালগঞ্জেই স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে কিংস চ্যাম্পিয়ন হয়েছিল। গত শনিবার ময়মনসিংহে রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত করে কিংস। আজ আবাহনীকে হারিয়ে মৌসুমে ট্রেবল জয়ের পথে আবারও মোহামেডানের সামনে কিংস। ২১ মে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালের সূচি ছিল। ওই দিন ময়মনসিংহে উপজেলা নির্বাচন হওয়ায় বাফুফে একদিন পিছিয়ে খেলা ২২ মে নিয়েছে।
দেশের তথ্য ডেস্ক।।