এরই ধারাবাহিকতায় ১৪ মে ২০২৪ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজাহাট বাজারস্থ মনিকা ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর সুকৌশলে মাদক পাচার করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে একই তারিখ সকালে আভিযানিক দলটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজাহাট বাজারস্থ মনিকা ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী
১। মোহাম্মাদ আলী হাওলাদার (৪০), পিতা- মৃত আব্দুল মান্নান হাওলাদার, স্থায়ী সাং- সিতারামপুর (০৬নং ওয়ার্ড), ২। মোঃ জাহিদ মোল্লা (২৪), পিতা- মৃতঃ ফজলুর রহমান, সাং- রাজাপুর, উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরদ্বয়’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।
দেশের তথ্য ডেস্ক।।