অনুমোদনহীন পাঁচ কোম্পানির – ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলা

24-2.jpg

দেশের তথ্য ডেস্ক।।

বাজারে বিক্রি হয়— এমন পাঁচ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস অনুমোদনহীন উল্লেখ করে সেগুলো নিষিদ্ধ চেয়ে নিরাপদ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীরের আদালতে মামলাটি করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন।

জানা গেছে, মামলায় এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টারবো— এসব ড্রিংকসের নাম উল্লেখ করা হয়েছে।

ড্রিংকসগুলো কোনোটির অনুমোদন নেই জানিয়ে কামরুল হোসেন বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না; এগুলো ওষুধ নাকি ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো কোম্পানি শোনেনি। কাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Share this post

PinIt
scroll to top