ডুমুরিয়া ও পাইকগাছায় ভোটের মাঠে প্রার্থীরা , প্রতীক বরাদ্দ প্রচারণা শুরু

8-8.jpg

দেশের তথ্য ডেস্ক।।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা সোমবার থেকে শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এদিকে প্রতীক বরাদ্দের সাথে সাথেই গতকাল সোমবার দুপুর ২টা থেকে বিভিন্ন প্রার্থীর পক্ষে উপজেলা জুড়ে বিভিন্ন হাটে, মাঠে-ঘাটে মাইকে প্রচার করতে দেখা যায়। তাছাড়া সকল প্রার্থীই বেশ আগে থেকেই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কোন কোন প্রার্থী এদিকে প্রচারণার আগেই নির্বাচনী আচারণ বিধি লংঘন শুরু করেছেন। তবে এখনও ভোটারদের মধ্যে তেমন কোন উৎসাহ দেখা যাচ্ছে না।
ডুমুরিয়া : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত পর্যায়ে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।

চেয়ারম্যান পদে গাজী এজাজ আহমেদ ঘোড়া প্রতীক, মোঃ আজগর বিশ্বাস তারা মোটরসাইকেল প্রতীক ও এড. মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম টিয়া পাখি প্রতীক, প্রভাষক গোবিন্দ ঘোষ তালা প্রতীক, শেখ শাহিনুর রহমান শাহিন চশমা প্রতীক এবং অভিজিৎ রায় অভি টিউবওয়েল প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীনা পারভীন রুমা কলস প্রতীক, শোভা রানী হালদার প্রজাপতি প্রতীক এবং শিলা রানী মন্ডল ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এবার মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৫০৭ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬০৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি।
পাইকগাছা : আগামী ২৯ মে অনুষ্ঠিত খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটরসাইকেল), যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলীর পুত্র এড. স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস (হেলিকপ্টার) ।
ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এস এম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল (আইসক্রিম) ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)।
এদিকে প্রতীক পাওয়ার পরপরই স্ব স্ব প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা এলাকায় গণসংযোগসহ প্রচার প্রচারণা শুরু করেছেন।
উলে­খ্য, গত ১২ মে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু শারীরিক অসুস্থতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
অপর দিকে ঋণ খেলাপির দায়ে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রভাষক আব্দুল ওহাব বাবলুর মনোনয়ন বাতিল হলে উচ্চ আদালতের শুনানি রয়েছে আজ মঙ্গলবার।

Share this post

PinIt
scroll to top