দেশের তথ্য ডেস্ক।।
গতকাল রবিবার এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বগুড়ার ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুস সামাদ।
কারিগরি শিক্ষা বোর্ড থেকে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আব্দুস সামাদ।
অবরসরের ২ বছর ১০ আগে এসএসসি পাস করলেন তিনি। এতেই খুশি আব্দুস সামাদসহ তার সহকর্মীরা।
বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুস সামাদকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, আজ (রবিবার) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মোট জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ৮১ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজফিড ভরে গেছে শিক্ষার্থীদের ফলাফলের আনন্দের সংবাদে। কিন্তু সকল আনন্দ ছাপিয়ে জেলা পুলিশ বগুড়া’র জন্য অনন্য আনন্দের উৎস ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ বগুড়ার ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুস সামাদ।
১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাশ করে বাংলাদেশ পুলিশে তার যোগদান।
অবসরজীবন শুরু হতে বাকি মাত্র ২ বছর ১০ মাস। ৩৭ বছরের সুদীর্ঘ চাকরি জীবনে কর্মস্থলের বাস্তবতা, শত অপ্রাপ্তি আর জীবনের নিদারুণ দু:খগাঁথা কঠোর পরিশ্রম, অধ্যবসায়, দৃঢ়প্রতিজ্ঞা, অদম্য ইচ্ছাশক্তি, নিষ্ঠার বিনিময়ে হারিয়ে গেলো এক নিমিষেই। জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে ৫৭ বছর বয়সে এসএসসি বিজয়ী জীবনযুদ্ধে পিছিয়ে পড়াদের অনন্য অনুপ্রেরণা ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদকে আন্তরিক অভিনন্দন।