দেশের তথ্য ডেস্ক।।
পিএসজির জার্সিতে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু একটি ম্যাচও ঘরের মাঠে নয়। তাই দলটির হয়ে পার্ক দ্য প্রিন্সেসে গতকালই ছিল তার শেষ ম্যাচ। এই ম্যাচের পরই লিগ শিরোপা উদযাপন করেছে পিএসজি।
কিন্তু প্যারিসে এমবাপ্পের বিদায় কিংবা পিএসজির শিরোপা উদযাপন কোনোটাই যে সুখকর হতে দেয়নি প্রতিপক্ষ তুলুজ। কারণ তারা যে ম্যাচ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও লিগ শিরোপা উদযাপনে পার্ক দ্য প্রিন্সেসে সমর্থকদের ঢল নামে। কিন্তু তাদেরকে হতাশ করে উদযাপনে ব্যাঘাত ঘটিয়েছে তুলুজ।
যদিও অষ্টম মিনিটেই প্যারিসে বিদায়ী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে গোল শেষটা রাঙানোর আশায় ছিলেন। কিন্তু এরপর তুলুজ একে একে তিন গোল করে জয় ছিনিয়ে নেয়। এবারের লিগে পিএসজির এটা দ্বিতীয় হার।
ম্যাচের পর পিএসজি কোচ লুই এনরিকে বলেছেন,’ম্যাচের সঙ্গে উদযাপনও বাজেভানে হয়েছে।
তুলুজ আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি কিছুটা হতাশ। কিন্তু সমর্থকরা অসাধারণ ছিলেন। তাদের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে নেওয়া খুবই সুন্দর ব্যাপার। আমরা লিগে সেরা দল ছিলাম কিন্তু আজ (গতরাতে) সবচেয়ে বাজে ম্যাচ খেলেছি।
কয়েকদিন আগেই এমবাপ্পে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঘরের মাঠে শেষ ম্যাচ বলে সমর্থকরা দলটির সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়কে ট্রিবিউট দিয়েছেন। এমবাপ্পেকে নিয়ে পুরো ম্যাচেই স্লোগানও দিয়েছেন তারা। এ ব্যাপারে এনরিকে বলেছেন,’সমর্থকরা এমবাপ্পেকে যে ট্রিবিউট দিয়েছে সে এসবের প্রাপ্য। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। এখনো কয়েকটি ম্যাচ বাকি আছে। তার জন্য শুভকামনা।’