মা ও খালার এসএসসি পাস ছেলের সঙ্গে

9-7.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ছেলের সঙ্গে এসএসসি পাস করেছেন দুই ইউপি সদস্য মা নাসিমা বেগম ও খালা হালিমা বেগম। নাটোরের নলডাঙ্গায় রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফলে তিনজনই পাস করেন। মা নাসিমা বেগম ২০২২-২৩ শিক্ষাবর্ষে ওমরগাড়ি ফাজিল মাদরাসার ভোকেশনাল শাখার কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৪ পান, একই মাদরাসা থেকে খালা হালিমা বেগম জিপিএ-৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবং ছেলে সোহান নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৩.৯৬ পেয়ে কৃতকার্য হয়।

মা নাসিমা বেগম ও ছেলে সোহান নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য।

খালা হালিমা বেগম একই ইউনিয়নের কৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। এবং তিনি একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছেলে সোহান বলেন, আমার মা ও খালার সঙ্গে এসএসসি পাস করে আমি অনেক আনন্দিত। আমার মাকে কেও অশিক্ষিত বলতে পারবে না। এতে আমি অনেক খুশি। শিক্ষার কোনো বয়স নেই, কোনো লজ্জা নেই।

সকলের অন্তত এসএসসি পাশ করা প্রয়োজন। শিক্ষা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে।
মা নাসিমা বেগম বলেন, অনেক আগে থেকে আমার খুব ইচ্ছা আমি এসএসসি পাস করব। কিন্তু মা-বাবার সংসারে নানা ঝামেলায় তা পূরণ হয়নি। পরে আমি আমার ছেলের পরামর্শে ভোকেশনাল মাদরাসায় ভর্তি হই।

এ বছরে এসএসসি পরীক্ষায়য় অংশগ্রহণ করি। সকলের দোয়ায় আমি আমার ছেলে পাস করি। আমি ও আমার পরিবার অনেক আনন্দিত।
খালা হালিমা বেগম বলেন, আমি আমার স্বামীর পরামর্শে বোন নাসিমার সঙ্গে ওমরগাড়ি মাদরাসার ভোকেশনাল শাখায় ভর্তি হই। দুই বোন একসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করি। মহান আল্লাহপাকের রহমতে পাস করেছি। আমার জন্য সকলে দোয়া করবেন।

Share this post

PinIt
scroll to top