এক ব্যক্তিকে কুপিয়ে জখম – যশোরের মণিরামপুরে

4-7.jpg

দেশের তথ্য ডেস্ক।।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ জামতলা মোড় আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার ইছাপুর গ্রামে।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে জামতলা মোড়ে আবদুল্লাহ আল মামুনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই ব্যক্তিকে তা কেউ জানাতে পারেনি। তার অবস্থা আশংকাজনক। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহৃ ও রক্ত আর রক্ত। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আটক ওই ব্যক্তির নামও জানা যায়নি।

বিষয়টি জানতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে।

Share this post

PinIt
scroll to top