সানসিল্ক শ্যাম্পু নতুনরূপে

17-4.jpg

দেশের তথ্য ডেস্ক।।

সানসিল্ক বাংলাদেশের সবচেয়ে প্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড। ১৯৮২ সাল থেকে সানসিল্ক নারীদের চুলের যত্নের রুটিনে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী, যা বাংলাদেশী নারীদের শ্যাম্পু ব্যবহারে অভ্যস্ত করে তুলেছে। প্রতিষ্ঠার পর থেকে, সানসিল্ক নিজেকে ক্রমাগত উন্নত করার পাশাপাশি শাইনি কালো চুলের জন্য নারীদের অনুপ্রাণিত করে চলছে।

বাংলাদেশী ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, এবার সানসিল্ক আরও উন্নত উপাদানে সমৃদ্ধ এবং আরও প্রিমিয়াম প্যাকে নিজেকে উপস্থাপন করেছে। এই পণ্যটি নজরকারা শাইনি কালো চুলের নম্বর ১ চয়েস হতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রেষ্ঠত্বের নতুন খবর ছড়িয়ে দিতে সানসিল্ক একটি নতুন টিভিসিও চালু করেছে।

ভোক্তাদের অভিজ্ঞতার জন্য নতুন পণ্যটি পাওয়া যাচ্ছে দেশব্যাপী।

Share this post

PinIt
scroll to top