খুলনার বটিয়াঘাটায় রেকর্ডীয় সম্পত্তি অবৈধ ভাবে দখলের চেষ্টা।

images-2.jpg

নিজস্ব প্রতিনিধি: নিজের নামে ক্রয়কৃত ও রেকর্ডীয় সম্পত্তি দখলে থাকলেও স্থানীয় কয়কজন সন্ত্রাসী ভয়ভিতি প্রদান করে মালিকানা জমি দখলে পায়তারা করছে। ২০২২ সালে ডিসেম্বর মাসের ২৭ তারিখে বটিয়াঘাটা রেজিস্ট্রী অফিস থেকে কবলা দলিল সম্পূর্ণ করিয়া খাজনা প্রদান করা সত্ত্বেও। নিজ জমিতে দখলে আছেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া গ্রামের মৃত গাজী আফতাব উদ্দিন এর ছেলে গাজী আবুজর গফফার। জেলা— খুলনা, উপজেলা ও সাব রেজিস্ট্রী অফিস— বটিয়াঘাটা, মৌজা— হেতালবুনিয়া, জেএল নং— ১৬, খতিয়ান নং— সি. এস. ১৫৫, এস.এ— ২৮০, নামজারী পৃথক এস.এ ১০৯১, জরীপের বুজরত ১৪৬৪, ১৪৪৮, ১৪৬৬, ১৪৭৩, ১৪৭৪, ১৪৮৬, ১৪৮৭, ১৪৮৫, ১৪৪৭, ১৪৪৯, ১৪৫০, ১৪৫১, ১৪১৫, ১৪৪২, ১৪৪৩ দাগ নং— সি.এস ও এস.এ— ৫০২, ৫০৪, ৫০৭, ৫১১ বুজরত দাগ নং— ১৪৭৫, ১৪৫০, ১৪৭৮, ১৪৬৯, ১৪৭৯, ১৫১৪, ১৫১৫, ১৫১৩, ১৪৪৯, ১৪৫৭, ১৪৫৮, ১৪৬১, ১৪৩৭, ১৪৩৮, ১৪৩৯, জমির পরিমান— ১০.৫৩ একর জমির মধ্য হইতে গাজী আবুজর গফফার প্রাপ্ত ০.৩৩ একর বা ৩৩ শতক জমি। ০.৩৩ একর জমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত মৃণাল কান্তি পালের নিকট হইতে কিনেছিলেন গাজী আবুজর গফফার, ভুক্তভোগী গাজী আবুজর গফফার বলেন, আমি দেশের বাহিরে থাকায় আমার জমিতে (১) গোবিন্দ দাশ বিশ্বাস, (২) জয়ন্ত দাশ বিশ্বাস, পিং— গোবিন্দ দাশ বিশ্বাস, (৩) রমেশ বিশ্বাস দিং, (৪) নিমাই মন্ডল দিং, (৫) নিতিশ মন্ডণ, পিং— নিমাই মন্ডল, সর্ব সাং—হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা এমত অবস্থায় ঐ এলাকার প্রভাবশালী ভূমিদস্যু (১) গোবিন্দ দাশ বিশ্বাস, ও তার সহযোগীরা মিলে যোগসাযোশে অবৈধ চক্রান্ত করে আমাকে আমার ক্রয়কৃত সম্পত্তি থেকে বে—আইনী ভাবে উচ্ছেদ করার পায়তারা করছে। এমতঅবস্থায় আমার বাড়িতে এসে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অসৎউদ্দেশ্যে আমার কাজে বাধাপ্রদান করছে। এছাড়াও প্রাণ—নাশের হুমকি ও দখল প্রদানের কাজে বাধাপ্রদান ও মালামাল নিয়ে যাওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমি তাহাদের কিছু বলতে গেলে তাহারা স্থানীয় কয়কজন সন্ত্রাসী প্রকৃতির লোকজন লইয়া আমাকে হুমকি ধামকি প্রদান করিতেছে।
দলিল যার জমি তার প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা থাকলেও , সরকারি খাস খতিয়ান জমিসহ ক্রয়কৃত মালিকানা জমি অবৈধভাবে দখল করে নেওয়ার পায়তারা করছে একদল ভূমিদস্যু। এ ঘটনায় ভুক্তভোগী গাজী আবুজর গফ্ফার বটিয়াঘাটা উপজেলা নিবাহীর্ আফিসরের কাছে আভিযোগ সহ অনুলিপি দিয়েছেন সরকারি বিভিন্ন দপ্তরে।

 

Share this post

PinIt
scroll to top