শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। অবশেষে দীর্ঘ প্রতিক্ষারপর পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ এলাকার ৫০ পরিবারের যাতায়াতের জন্য স্থায়ীভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে কর্মসৃজন প্রকল্পের জনবল দিয়ে ৬শ ফুট দৈর্ঘের রাস্তা নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। উল্লেখ্য, গড়ইখালী ইউনিয়ন পরিষদ ও পাবলিক কবর খানার দক্ষিণ পাশে ফকিরাবাদ এলাকায় প্রায় ৫০টি পরিবার বসবাস করে।
অথচ এদের যাতায়াতের জন্য কোন রাস্তা ছিল না। যাতায়াত নিয়ে চরম ভোগান্তিতে ছিল এসব পরিবার ও তার সদস্যরা। যাতায়াতের স্থায়ী কোন পথ না থাকায় কবর স্থান, ইউনিয়ন পরিষদের মাঠ, মানুষের বসতবাড়ী ও ক্ষেত খামারের মধ্য দিয়ে যাতায়াত করতে হতো এখানকার বাসিন্দাদের। অবশেষে এখানকার বাসিন্দারের দাবীর প্রেক্ষিতে খ্রীষ্টান পাড়া হতে প্রধান সড়ক পর্যন্ত সরকারি জায়গার উপর দিয়ে ১০ ফুট প্রস্থ ও ৬শ ফুট দৈর্ঘের একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের জনবল দিয়ে রাস্তাটি নির্মাণ করছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ।
ওই এলাকার বাসিন্দা রত্না বেগম জানান, স্থায়ী কোন রাস্তা না থাকায় যাতায়াতে আমাদের চরম ভোগান্তি হতো। খুব কষ্ট করে পানি আনতে হতো, ছেলে—মেয়েদের স্কুলে যেতে অনেক ভোগান্তি হতো। রাস্তাটি নির্মাণ করায় আমরা অনেক খুশি। এখন খুব সহজেই আমরা যাতায়াত করতে পারবো। ইকবাল হোসেন গাজী জানান, অনেকগুলো পরিবার এখানে বসবাস করে। কিন্তু আমাদের যাতায়াতের কোন রাস্তা ছিলনা। একটি স্থায়ী রাস্তা নির্মাণ করায় আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। প্রতিদিন তদারকি করে নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে ইউপি সদস্য গাউছুল করিম সরদার জানান।
ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান, কর্মসৃজন প্রকল্পের জনবল দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এক সপ্তাহ আগে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। প্রতিদিন দেড় শতাধিক শ্রমিক কাজ করছে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে রাস্তাটি যাতায়াত উপযোগী হবে। রাস্তাটি নির্মাণ হলে কবর স্থানের পবিত্রতা রক্ষা ও ইউনিয়ন পরিষদের নিরাপত্তা জনিত সুরক্ষা নিশ্চিত হবে।