নিজ এলাকা ও ঢাকায় পাঠাগারে বিশেষ আবদানের জন্য পেলেন শুভেচ্ছা স্মারক মেডেল “বয়লার ট্রেকনিশিয়ান” শাহাদত হোসেন

14-6.jpg

দেশের তথ্য ডেস্ক।।

নাইট বিল ও ওটির টাকায় পাঠাগার গড়ে নিজ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছিলেন বয়লার ট্রেকনিশিয়ান শাহাদত হোসেন । এবার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেলেন কুমিল্লা কবি পরিষদ থেকে শুভেচ্ছা স্মারক মেডেল !!

কুমিল্লা কবি পরিষদ এর উদ্যোগে শুক্রবার (১০ মে ) তোপখানা ঢাকায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শাহাদত হোসেন-কে শুভেচ্ছা স্মারক মেডেল দেওয়া হয় ৷৷

(সিনিয়র কবি ) Prakritoj Shamimrumi Titon অনুষ্ঠানে প্রধান অতিথি হাত থেকে শাহাদত এর গলায় সম্মাননা মেডেল পড়িয়ে দেন !!

পাঠাগার গড়ে জ্ঞানের আলো ছড়ানোর স্বীকৃতি স্বরূপ শাহাদত ছাড়াও দেশের আরো বেশ কিছু ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয় কুমিল্লা কবি পরিষদ থেকে…

শাহাদত হোসেন বলেনঃ- পৃথিবীকে দেখতে নয় বদলে দিতে এসেছি।
” বই পড়ানোর মাধ্যমে সুন্দর ও সুস্থ পৃথিবী গড়তে এসেছি ”
– ইনশাআল্লাহ
– ছোট বেলায় বই পড়ার নেশা থেকেই স্থানীয় বইমেলা, লাইব্রেরি, ফুটপাত ও অনলাইন থেকে বই কিনতাম। পড়া শেষ হয়ে গেলে বইগুলো বাসায়-অফিসে পড়ে থাকতো। বইগুলো কাজে লাগানোর ভাবনা থেকেই গত তিন বছর আগে বাড়িতে ছোট্ট পরিসরে পাঠাগার গড়ি।তিনি আরও বলেন, যেকোনো স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।

-টেকসই জ্ঞান ভিত্তিক সমাজ, উন্নতজাতি ও আলোকিত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ কে আরোও বেগবান করতে চাই । বর্তমান আমাদের পাঠাগার এর অবকাঠামোগত সমস্যায় ভূগছে এ সমস্যা নিরসনে সবার সহযোগিতা চাই।

বই পড়া নিয়ে কিছু বিখ্যাত গুনী ব্যাক্তিদের উক্তি:

📖🖊📖🖋📖🖋📖🖋📖🖋📖🖋📖🖋

“বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া
হয়না।”
-প্রমথ চৌধুরী।

“বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী
করে নিতে পারে,তার জীবনের দুঃখ
কষ্টের বোঝা অনেক কমে যায়।”
– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

“বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।”
-সুইফট।

“ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ
লোকের সাথে আলাপ করার মতো।”
-দেকার্তে।

-“আজকের পাঠক, আগামীর প্রজ্জম্মের লেখক ” কাজেই ভালো পাঠক হলেই ভালো লেখক”
– MD Shahadat Hossain

প্রসঙ্গতঃ- শাহাদত এর বাড়ি, ধূলাউড়ি পূর্ব পাড়া, ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা !!

#সবার_জন্য_পড়া_উন্মক্ত_পাঠাগার
#স্থানঃ_ধুলাউড়ি_পুর্বপাড়া_ধুলাউড়ি_সাঁথিয়া_পাবনা

Share this post

PinIt
scroll to top