সোনার বার মিলল জামার পকেটে

9-5.jpg

দেশের তথ্য ডেস্ক।।

দিনাজপুরের বিরামপুর সীমান্তে জামার পকেটে বিশেষ ভাবে লুকিয়ে ভারতে সোনা পাচারের সময় হারুন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দাউদপুর সীমান্তের কবিরাজ পাড়া এলাকার ৩০গজ বাংলাদেশের অভ্যান্তর থেকে তাকে আটক করা হয়।

আটক হারুন কাটলা ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় দাউদপুর ক্যাম্প কমান্ডার শাহাজাহান সরকার মুঠোফোন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শুক্রবার রাত আটটার দিকে সীমান্তে কাছ দিয়ে ঘোরাঘুরি করছিল হারুন। এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করলে তার পরণে থাকা জামার পকেটে থেকে একটি সোনার বার মাটিত ফেলে দেয়। এমন অভিযোগে হারুনকে আটক করে বিজিবি সদস্যরা।

ক্যাম্প কমান্ডার শাহাজাহান সরকার জানান, রাতে সীমান্তের কাছ থেকে হারুন নামের এক যুবককে একটি সোনার বারসহ আটক করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

Share this post

PinIt
scroll to top