দেশের তথ্য ডেস্ক।।
চলতি মৌসুম শেষে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়বেন এটা জানা ছিল। কিন্তু ক্লাব ও ব্যক্তির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। অবশেষে সে ঘোষণা দিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। শুক্রবার (১০ মে) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে জানিয়েছেন, পিএসজির হয়ে এটিই তার শেষ মৌসুম। আগামী রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই হবে তার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ।
ভিডিও বার্তায় এমবাপ্পে বলেন, আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।
তবে ভিডিওতে এমবাপ্পে কোথায় যাচ্ছেন তা নিয়ে কিছুই জানাননি। তবে গণমাধ্যমে চাউর এমবাপ্পে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। এটাও শুধু এমবাপ্পের মুখ থেকেই শোনা বাকি।
এই ঘোষণার মধ্য দিয়ে পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো ছেড়ে ক্লাবটিতে পাড়ি জমান তিনি। যোগদানের পর থেকেই গোল করা ও করানোয় নিজের ভান্ডার সমৃদ্ধ করেন এমবাপ্পে। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০৮টি গোল। পিএসজির হয়ে ৭ বছর খেলে ৬ বার লিগ আঁ জিতেছেন এমবাপ্পে। তবে অরাধ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা হয়নি বিশ্বকাপজয়ী এ তারকার।
সর্বশেষ গত ৯ মে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় পিএসজি। চ্যাম্পিয়ন লিগে এমবাপ্পের সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলা।