সিরাজগঞ্জে – টাকাসহ চেয়ারম্যান গ্রেপ্তার, কেন্দ্রে ভোট কেনার সময়

21-2.jpg

দেশের তথ্য ডেস্ক।।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ডিবি পুলিশ জানিয়েছে, জহুরুল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের দোয়াত কলম প্রতীকের পক্ষে ভোট কিনছিলেন।

সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Share this post

PinIt
scroll to top