তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত, বিএসএফের গুলিতে

18-2.jpg

দেশের তথ্য ডেস্ক।।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে তারা সীমান্তে গেলে তাদের গুলি করে বিএসএফ। পরে তাদের মরদেহও নিয়ে যায় তারা।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকার আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল এলাকার ইয়াসিন আলী (২৩)।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, আমরা আমাদের সোর্সের মাধ্যমে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবারের কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। এ ঘটনায় পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

Share this post

PinIt
scroll to top