অবশেষে বৃষ্টি, চাঁপাইয়ের আমচাষীদের মনে স্বস্তি

16-3.jpg

দেশের তথ্য ডেস্ক।।

দীর্ঘ প্রতিক্ষার পর, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিক থেকে কয়েক দফা বৃষ্টি শুরু হয়। দেড় ঘণ্টব্যাপী মাঝারি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে প্রাণ-প্রকৃতিতে।

বিশেষ করে জেলার প্রধান অর্থকরী ফসল আমের জন্য এ বৃষ্টি আর্শিবাদ হয়ে এসেছে।

তীব্র খরায় ঝরে পড়ছিল আম, বৃষ্টির জন্য তাই মুখিয়ে ছিলেন এখানকার আম চাষীরা।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সদর উপজেলায় ৩৬ মিলি মিটার, এরপর শিবগঞ্জে ৩০ মিলি মিটার, ভোলাহাটে ২৬ মিলিমিটার, নাচোলে ১৮ মিলি মিটার ও গোমস্তাপুওে ১৫ মিলিমিটার।

সবমিলিয়ে জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ২৫ মিলিমিটার।

Share this post

PinIt
scroll to top