ভোটার কম সিলেট কেন্দ্রে

11-4.jpg

দেশের তথ্য ডেস্ক।।

সিলেট জেলার চার উপজেলার মানুষ নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে উপজেলাগুলোতে ভোট শুরু হয়েছে। তবে দুই চারটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নগন্য। কিছু কিছু কেন্দ্রে ভোট শুরুর ঘণ্টা পেরুলেও ভোটার উপস্থিতি দেখা যায়নি।

সিলেটে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতির কেন্দ্রগুলোর মধ্যে সিলেট সদর উপজেলার রাগীব রায়েয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অন্যতম। এখানে সকাল থেকে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছিলেন।

সকাল সাড়ে ১১টার দিকে ভোট কেন্দ্রের সামনে কথা হয় নারী চা শ্রমিক তীনি দাস বাউড়ির সঙ্গে।

তিনি ভোট দিয়ে ফিরছিলেন। জানালেন, ‘১৫ মিনিটের মতো দাঁড়িয়ে ভোট দিয়েছি। তবে পরিবেশ সুন্দর আছে। কোনো ভেজাল নাই।

হিলুয়া ছড়া বাগান থেকে একই ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন চা শ্রমিক মোহাম্মদ রফিক। তিনি বললেন, ‘বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে এই ভোট কেন্দ্রের চিত্র ভোটের প্রকৃত চিত্র নয়। বরং সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি।

সিলেট সদর উপজেলার আলীবাহার চা বাগান ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এ কেন্দ্রে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত কোনো ভোটার ভোট দিতে আসেননি বলে জানা গেছে। একই অবস্থা পাঠানটুলা এলাকার জামিয়া ইসলামীয়া রাগীবিয়া মাদরাসা গোয়াবাড়ির। সকাল ৮টা ৩১ মিনিট থেকে ৯টা পর্যন্ত ওই কেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি।
সিলেট সদর উপজেলার লাখাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকাল ৯টার দিকে লাখাউড়া সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সম্পদক সরকার জানান, এখন পর্যন্ত ৮টি ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রায় একই চিত্র বাকি তিন উপজেলার। এই তিন উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। দুপুর ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। কেন্দ্রে নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। অর্ধশত নারী ভোটার থাকলেও পুরুষ ভোটারের বুথের সম্মুখ অনেকটা ফাঁকা।

উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ সকাল সাড়ে ৯টায় বিচ্ছিন্নভাবে কিছু ভোটার উপস্থিতি দেখা গেছে। রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কাছাকাছি সময়ে ৮ থেকে ১০ জন ভোটার উপস্থিতি দেখা গেছে। একই চিত্র দেখা গেছে আমুড়া ইউনিয়নের শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। দুপুরে উপজেলার রনকেলি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী ভোটার ৫ থেকে ৬ জন থাকলেও কোনো পুরুষ ভোটার দেখা যায়নি।

Share this post

PinIt
scroll to top