ঢাকার রাতে বৃষ্টি, সকালে বাতাস অনেকের জন্য ‘অস্বাস্থ্যকর’

6-2.jpg

দেশের তথ্য ডেস্ক।।

রাতের বৃষ্টিতে ভিজছে রাজধানীর সড়ক। কমেছে তাপমাত্রা। সেই সঙ্গে কমার কথা শহরের ধূলা, বাতাসের দূষণ। তবে আজ মঙ্গলবার ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সকাল ৯টা ১১ মিনিটে ১১৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান দশম।

এই তালিকায় ৩৮১ একিউআই স্কোর নিয়ে শীর্ষে আছে ভারতের দিল্লি। এরপরে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও থাইল্যান্ডের চিয়াং মাই।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

সাধারণত, বাতাসের মান ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এরপর ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’।

Share this post

PinIt
scroll to top