খুলনার চাঞ্চল্যকর লাইব্রেরিয়ান রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

1-1.jpg

দেশের তথ্য ডেস্ক।।

ভিকটম রফিকুল ইসলাম মোল্লা (৫৫), খুলনা সদর থানাধীন ৪৭ কেডি ঘোষ রোড পাঠক প্রিয় লাইব্রেরীতে চাকুরি করতেন এবং পাঠক প্রিয় লাইব্রেরীর ৩য় তলার গোডাউনের পার্শ্বে তিনি বসবাস করতেন। আসামীদ্বয় একই লাইব্রেরীতে লেবার এর কাজ করতো। সেই সুবাদে আসামীদ্বয়ের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতো এবং পরবর্তীতে তারা আবার একই সাথে কাজ করতো। গত ০১/০৪/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০৮.১০ ঘটিকার সময় উক্ত লাইব্রেরীর সকল কর্মচারীগণ লাইব্রেরী তালাবদ্ধ করে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। পরবর্তীতে রাত্র অনুমান ১০.৩৫ ঘটিকার সময় লাইব্রেরীর কর্মচারীগণ তারাবির নামাজ আদায় শেষ করে লাইব্রেরীর ম্যানেজার শাহজাহান (৫৫), দেখতে পান যে, পাঠক প্রিয় লাইব্রেরীর ৩য় তলার গোডাউনের পিছনের দরজা খোলা এবং গোডাউনের রুমের মধ্যে পিছন দরজার সামনে ভিকটিমের রক্তমাখা লাশ পড়ে আছে। ম্যানেজার শাহজাহান ভিকটিমের রক্তমাখা লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং ভিকটিমের রক্তমাখা মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে বিষয়টি খুলনা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এক পর্যায়ে গোডাউনে লাগানোর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনায় দেখা যায় ভিকটিমকে মোঃ চাঁন মিয়া সরদার (৪৫) এবং মোঃ হৃদয়(২৫) মারপিট করে এবং গলায় বই বাঁধার সুতার তৈরী পাঁকানো কালো চিকন রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামীদ্বকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

০৪ মে ২০২৪ ইং তারিখ দিবাগত গভীর রাতে  র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রফিকুল হত্যা মামলার আসামী বরিশাল জেলার মুলাদী থানায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর সহযোগিতায় বরিশাল জেলার মুলাদী থানাধীন ব্রিজির পূর্বপাশ এলাকা হতে রফিকুল হত্যা মামলার প্রধান আসামী ১। চান মিয়া (৪৫), পিতা-আলম সরদার, সাং-পরম পয়সা (সরদার বাড়ী), থানা-নলছিটি , জেলা-ঝালকাঠী, বর্তমান-রাজাপুর ক্লাব রোড মামুন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top