বয়স ২১ হলেও শিশুর মতোই রয়ে গেলেন আরিফ!

fefeaecec46194f1d9896b9ed285d8ceda695aedae9f8c91.jpg

দেশের তথ্য ডেস্ক।।

দুই ফুট সাত ইঞ্চি উচ্চতার আরিফ মিয়া। প্রথমে দেখলে মনে হবে ছয় থেকে সাত বছরের শিশু। কিন্তু আসলে তা নয়। শারীরিক গঠনের দিকে থেকে দেখতে শিশুর মতো মনে হলেও তার বয়স চলছে ২১।


আরিফের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকূণ্ডা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাদ্রাসা পাড়ায়।

 

আরিফের মা বাবেয়া খাতুন বলেন, অন্যসব স্বাভাবিক শিশুর মতোই জন্ম নেয় আরিফ। তার বয়স যখন সাত বছর তখন ঘি মনে করে ঘরে থাকা চুলকানিতে লাগানো মলম ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলে। তখন তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়।
 
পরে ধীরে ধীরে জিহ্বা ভারী হতে থাকে। হারিয়ে ফেলে হাতের কর্মক্ষমতা। থেমে যায় শরীরের স্বাভাবিক বৃদ্ধি। এরপরই সুস্থ-সবল শিশু আরিফ নিজে কোনো কিছু করতে পারে না। সব কাজে তাকে মানুষের সহায়তা নিতে হয়।
স্থানীয়রা জানান, আরিফের চার ভাই ও চার বোন। তার ভাইয়েরা দিনমজুর দিয়ে কোনো রকম সংসার চালান। বাবা মারা গেছেন অনেক আগেই। মা গৃহিণী। বসত বাড়ি ছাড়া কোনো সম্পদ নেই তাদের।অভাব-অনটনের এই সংসারে আরিফ এখন জীবন বাস্তবতার গ্যাঁড়াকলে। উন্নত চিকিৎসা আর সহযোগিতা পেলে জীবনের সাধ কিছুটা হলেও পাবে এই মানুষটি। তাই সরকারের সহযোগিতা কামনা করেছেন প্রতিবেশী ও স্বজনরা।

Share this post

PinIt
scroll to top