খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

khilagaon-thana-20240504165616.jpg

দেশের তথ্য ডেস্ক।।

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় মো. ইয়াসিন (২২) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৪ মে) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কলতাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায় ইমরান হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলের টিনশেডের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রিকশাচালক ইয়াসিনকে উদ্ধার করি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান ইয়াসিন আর বেঁচে নেই।

এসআই আরও বলেন, ইয়াসিনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে জানতে পেরেছি, ছয় ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। তাদের পরিবার ঋণগ্রস্ত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল ইয়াসিন। আজ সকালেও সে রিকশা নিয়ে কাজে বেরিয়েছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ইয়াসিন তার পরিবারের ঋণগ্রস্তের হতাশায় পড়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Share this post

PinIt
scroll to top