শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা প্রতিনিধিদি):-ঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক শেখ মোহাম্মদ আলীর মৃত্যুতে এবং এলাকার মৃত্যুবরণকারী বিশিষ্টজনদের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ রা মে ( বৃহস্মতিবার) বিকাল সাড়ে ৩ টায় সেনহাটি পূর্বপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম রফিকুল ইসলাম বাবু ও এস এম ওয়ালিউল্লাহ হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের পক্ষে তাঁর সেজো ভাই গাজী মিজানুর রহমান।
উক্ত সভায় এলাকার মৃত ব্যক্তিদের স্মৃতি চারণ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনিরুল হক বাবুল। দোয়া পরিচালনা করেন প্রধানমন্ত্রী কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম সেনহাটি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী নাঈম আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা মিজানুর রহমান, এস এম তারেক সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক লোকমান হোসেন, গাজী হিজাজুল ইসলাম ফারুক, গাজী সেকেন্দার আলী, মোঃ লিয়াকত আলী, মতিয়ার রহমান বিশ্বাস, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, শেখ শাহাদাৎ হোসেন নোবেল, শেখ মনিরুল ইসলাম, হায়দার গাজী, অধ্যাপক আব্দুল মান্নান ফুলতলা মহিলা কলেজ মোঃ সালাহউদ্দিন প্রমুখ।
উক্ত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও সেনহাটি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মোশাররফ হোসেন, আহ্বায়ক ডাঃ সৈয়দ আবুল কাসেম, সদস্য সচিব এস এম রফিকুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ এস এম ওয়ালিউল্লাহ হোসাইনী, সদস্য মোঃ কামাল হোসেন ও মোঃ নিজাম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শেখ মোহাম্মদ আলী, শেখ শহিদুল ইসলাম, ডাঃ জাহাঙ্গীর আলম, আবু তৈয়ব খান,আব্দুর রহমান (বড়), সুলতান আহম্মেদ সান্টু, শেখ তায়জুল ইসলাম রতন, এটিএম মোশাররফ হোসেন, শেখ ইউসুফ আলী, নাজমুল হুদা, ফজলুল হক খান, ইসমাইল হোসেন বাবুল, এএফএম বেলায়েত হোসেন, মোল্যা মোদাচ্ছের রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী কওসার আলী, আঃ হাই ভূঁইয়া,শেখ খলিলুর রহমান মেম্বর, শেখ শহিদুল ইসলাম বাবু, শেখ দানেশ উদ্দিন, আলী বাবু, শেখ মোক্তাদির রহমান, এস এম নুরুল ইসলাম, শেখ জিল্লুর রহমান মেম্বর, জাহিদুর রহমান, গাজী মনছুরুল হক মোহরী, আনছার আলী হালাদার,আব্দুল ওয়াদুদ খান, সৈয়দ সাখাওয়াত হোসেন,শেখ আঃ মোতালেব,আঃ মালেক, মোসলেম উদ্দিন, আঃ মালেক মুন্সী, মুন্সী লুৎফর রহমান, মোল্যা আঃ হাকিম, মোল্যা আলী আকবর মিস্ত্রী, শেখ ইব্রাহিম হোসেন, সৈয়দ আহম্মদ আলীসহ এলাকার দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে এ স্মরণ সভার আয়োজন করা হয়।