সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় মৃত বাঘের দেহ উদ্ধার 

Capture১১১১১১১১১১১১১১১.jpg
নিজস্ব প্রতিবেদক।।  সাধারণত উল্টো খবরটিই বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃ্ত্যু হয়েছে সাধারণ মানুষের বা মধু সংগ্রহের সময়ে বাঘের অতর্কিত আক্রমণে প্রাণ গিয়েছে স্থানীয় মানুষের। কিন্তু বাঘের মৃত্যু? সেই খবরই মিলল এবার।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় সুন্দরবনের  জোংড়া আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকায় আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় মিলল এক রয়েল বেঙ্গল টাইগারের মৃত দেহ। মৃত দেহটি উদ্ধার করেছে বনবিভাগ।
সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির  বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর আমরা সেখানে যায় এবং মৃত বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি।
তিনি আরো বলেন,বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানান তিনি।

Share this post

PinIt
scroll to top