রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় কেএস এআইএম

Capture-2.jpg
নিজস্ব প্রতিবেদক।।  পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা  পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএস এআইএম’।
৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ টন ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ ‘এম. ভি কেএস এআইএম ৩০ এপ্রিল মঙ্গলবার ৫ টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।
বিদেশি এই জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই জাহাজে ৯০৪ প্যাকেজের ২৬০৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সকল নিয়মকানুন শেষে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

Share this post

PinIt
scroll to top