বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ মে দিবস উপলক্ষে ।।।

benapol.jpg

দেশের তথ্য ডেস্ক।।  মে দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এসময় সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (০১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম।

এসময় তিনি জানান, মে দিবস উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল (০২ মে) যথারীতি দুইদেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল হবে। ছুটির মধ্যে বন্দরের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা কর্মীদের বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Share this post

PinIt
scroll to top