দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

Debhata-Satkhira-Pix-1-1.jpg

দেবহাটা প্রতিনিধি সাতক্ষৗরা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফারহানা মুক্তি, সখিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনসিটটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, সাংবাদিক রফিকুল ইসলাম, নায়েব সুবেদার ফারুক হোসেন ও তোফায়েল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় দেবহাটা সহ সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অপরিপক্ক আমে রাসায়নিক ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেওয়া হয়। এছাড়া স্থানীয় বাজারগুলোতে খাদ্যে ভেজাল বা অপদ্রব্য ব্যবহার ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হয় এমন কাজ থেকে সর্বসাধারণকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

দেবহাটায় পথচারীদের তৃষ্ণা মেটাতে স্বেচ্ছাসেবীদের শরবত বিতরণ
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় প্রচন্ড তাপদাহে ক্লান্ত পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের স্বস্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের টিম একটি মানবিক পরিবার” এর সদস্যরা।  মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে সখিপুর মোড়ে প্রায় সাতশতাধীক মানুষের মাঝে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করে তারা।
সংগঠনের সভাপতি এম.এইচ মনির হাসান জানান, বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই তীব্র তাবদাহ থেকে ক্লান্ত পথচারী ও যানবাহন চালকদের কিছুটা হলেও স্বস্তি দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঠান্ডা লেবুর শরবত পান করানোর উদ্যোগ গ্রহন করা হয়। সে লক্ষে আমাদের সংগঠনের ২০ জন সদস্য মিলে সাতশ জন মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি।
উল্লেখ্য যে, সভাপতি এম.এইচ মনির হাসান ও সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে গরিব অসহায় মানুষকে রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনাম‚ল্যে রক্তের গ্রæপ নির্নয় ক্যাম্পেইন, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, দুর্যোগে পাশে থাকা এবং ত্রাণ বিতরণ সহ বিভিন্ন মানবিক কর্মকান্ড করে আসছে সংগঠনটি।

Share this post

PinIt
scroll to top