কুয়েটে “মোটরযান চালক ও হেলপারদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত।

KUET-News_সড়ক-নিরাপত্তামূলক-বিষয়ক-প্রশিক্ষণ_IQAC_27.04.2024.jpg

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “মোটরযান চালক ও হেলপারদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল শনিবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী লায়লাতুল মাওয়া ও খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এবং শুভেচ্ছা বক্তৃতা করেন যানবাহন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ। সেমিনারে বিশ^বিদ্যালয়ের যানবাহন শাখায় কর্মরত কর্মকর্তা, ড্রাইভার, হেলপার ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

Share this post

PinIt
scroll to top