মাদক অভিযানে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতারঃ০৭

439514306_744573034517001_2539246374674205458_n.jpg
দেশের তথ্য ডেস্ক।। খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ ইব্রাহিম খলিল সরদার(২২),পিতা-মোঃ রুহুল কুদ্দুস সরদার, সাং-বাটরা সরদারপাড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) লালন ইব্রাহীম(৩৫), পিতা-নুরুল আলম, সাং-কায়া মিস্ত্রিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী, এ/পি সাং-হোল্ডিং নং-২২, থানা-খুলনা; ৩) মোঃ জাহাঙ্গীর হোসেন(৪২), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-বিআইডিসি রোড নিউজপ্রিন্ট গেট সংলগ্ন শ্রমিক ভবন, থানা-খালিশপুর; ৪) সৈয়দ জালাল উদ্দীন@ সংগ্রাম(২৫), পিতা-সৈয়দ শফিকুল ইসলাম, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর; ৫) মোঃ রাকিব শিকদার(২২), পিতা-মোঃ হালিম শিকদার, সাং-পাবলা, থানা-দৌলতপুর; ৬) মোঃ টুকু চৌধুরী(৩৫), পিতা-মৃত: আশরাফ চৌধুরী, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর, এ/পি সাং-বাদামতলা ক্যাবল রোড, থানা-খানজাহান আলী এবং ৭) মোঃ সাগর মোল্লা@ফিরোজ(২৯), পিতা-আকরাম মোল্লা, সাং-ছোট বয়রা শান্তিনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।May be an image of biryani and text that says 'উদ্ধার ১০০ (একশত) গ্রাম গাঁজা'May be an image of biryani and text that says 'উদ্ধার ১০০ (একশত) গ্রাম গাঁজা' উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top