প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য ও সমাজকর্মীদের সম্পৃক্ততার মাধ্যমেই টেকসই ও দীর্ঘমেয়াদি প্রমোশন প্রোগ্রাম বাস্তবায়ন সম্বব” ———————————— খুলনা সিভিল সার্জন

Khulna-CS-Office-Photo-25.04.2024.jpg

দেশের তথ্য ডেস্ক।।  লাইফ স্টাইল এন্ড হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ” Realistic Evaluation of the health education intervention delivery approach and identification of the challenges for targeted audience ” এর বাস্তবায়িতব্য কাজের অংশ হিসেবে এক ফোকাস গ্রুপ ডিসকাশন “FGD” এর আয়োজন করা হয়। বুধবার বিকালে খুলনা সিভিল সার্জন কার্যলয়ের সভা কক্ষে এক্সপার্ট কমিউনিকেশন ঢাকা এর আয়োজন করে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, খুলনা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্থানীয় সুশীল সমাজ, প্রতিনিধিগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান বাস্তবায়নে এক্সপার্ট কমিউনিকেশনের মোঃ নাইমুর রহমান, তামিম হাসান ও কাজী খায়ের উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) বলেন, স্বাস্থ্য শিক্ষা ইন্টারভেশন বাংলাদেশ সরকারের একটি দারুণ উদ্যোগ। বিভিন্ন জনসচেতনতামূলক তথ্য দেশের বিভিন্ন পর্যায়ে নানান মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। তবে আমার মতে, বর্তমান ইনফরমেশন টেকনোলজির যুগে ঘরে ঘরে মোবাইল ফোন, ইন্টারনেট চলে এসেছে, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর বেশি জোর দেয়া উচিত বলে আমি মনে করি।

এছাড়াও দেশের প্রায় সকল প্রান্তিক পর্যায়েই আমাদের স্বাস্থ্য বা সমাজসেবা কর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা প্রদান করে। তাদেরকে যদি বেশি বেশি সেমিনার বা ট্রেনিং এবং প্রণোদনার আওয়াতায় নিয়ে আসা যেত তাহলে মানুষের ঘরে ঘরে যথোপযুক্ত স্বাস্থ্য সচেতনা পৌছে যেত।

 

 

Share this post

PinIt
scroll to top