বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসের মাঠ দিবস ও পরিদর্শন

72a861c3-334c-43ae-b6be-f521ffa0a15b.jpg

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।জিকেবিএসপি প্রকল্পের সূর্যমুখী ফসলের উপর বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিস কর্তৃক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়ায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন উপ – পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক ও কৃষিবিদ এস এম আসাদুজ্জামান কৃষি সম্প্রসারণ অফিসার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএপিপিও ধ্রুবজ্যোতি সরকার, বলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস,স্বর্ণপদক প্রাপ্ত সরদার আব্দুল মান্নান,দীপঙ্কর মন্ডল। অন্যদিকে কর্মকর্তারা সুরখালী এলাকায় ক্লাইমেট স্মার্ট প্রকল্পের সূর্যমুখী,ভুট্টা,পলিমালচ্ পদ্ধতিতে তরমুজ চাষ ও গরিয়াডাঙ্গা পার্টনার প্রকল্পের পিএফএস স্কুল পরিদর্শন শেষে বোরধানের নমুনা শস্যকর্তন করেন।

Share this post

PinIt
scroll to top