কেএমপি’তে “দক্ষতা উন্নয়ন কোর্সের” ১৫ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণঃ

439696709_743784861262485_2412890229754433561_n.jpg
দেশের তথ্য ডেস্ক।। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৫ তম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে এক সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১৫ তম ব্যাচের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।
উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (আরও) জনাব মোঃ আজম খান; সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) জনাব খোন্দকার সাদ্দাদুল বাকী-সহ প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

Share this post

PinIt
scroll to top