পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে আইসক্রিম কারখানার মালিককে জরিমানা

437769052_1347266655940898_8491929342029391690_n.jpg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছায় এক আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা আইসক্রিম জব্দ করে বিনষ্ট এবং মালিক কাছে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলাধীন চাঁদখালী ইউনিয়নের মৌখালি বাজার সংলগ্ন মো. আল-আমিন গাজী’র কমলাপুর আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় কারখানায় সরকারি নিষিদ্ধ রং মেশানো, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম এবং পেপসি তে নিম্নমানের ক্ষতিকর উৎপাদন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং আইচক্রীম জব্দ করে পরবর্তীতে বিনষ্ট করা হয়। এসময়ে অভিশংসক উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার মো. ইব্রাহীম হোসেন, আনসার আলাল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, কারখানাটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রং মিশিয়ে এবং নোংরা পরিবেশে আইসক্রিম, পেপসি তৈরি করা হচ্ছিল। তাৎক্ষণিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এতে তৈরি বিপুল পরিমাণে আইসক্রিম, পেপসি পানি দিয়ে বিনষ্ট ও প্যাকেট পুড়িয়ে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Share this post

PinIt
scroll to top