আপার প্রাইমারী ২০১৬ চাকরী প্রার্থীরা, অবস্থান ধর্ণা মঞ্চের 500 দিনে, অভিনব মিছিল করলেন,

f2e678e0-76b6-4269-a8e1-ec580d143d6f.jpg

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা প্রতিনিধি।।  আজ ২৪ শে এপ্রিল, বুধবার, আপার প্রাইমারি ২০১৬ চাকুরী প্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জমায়েত হয়ে, 500 দিন পূর্ণ ধরনা মঞ্চকে সামনে রেখে, একটি অভিনব মিছিল করলেন শহীদ মিনার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেলে শেষ করলেন,এই মিছিল কে কেন্দ্র করে, অনেক আগে থেকেই ,রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের অফিসাররা উপস্থিত ছিলেন, এবং যাতে শান্তিপূর্ণভাবে মিছিল হয় চ্যানেলে পৌঁছায় তার তদারকি করলেন, বারবার মিছিলে চাকরী প্রার্থীরা রাস্তার উপর শুয়ে পড়ায় ,প্রশাসনের অফিসারেরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, যাহাতে শান্তিপূর্ণ মিছিল ওয়াই চ্যানেলে পৌঁছায়।

চাকরিপ্রার্থীদের একটাই দাবী ও স্লোগান,
যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে, ঘোষণা প্রতিশ্রুতি মতো যে ১৪৩৩৯ জন শূন্য পদ রয়েছে তাতে একজনও চাকরিপ্রার্থী স্কুলে যেতে পারেননি।
কমিশনের ঘোষিত শূন্যপদ, ১৪৩৩৯ পদে নিয়োগ করতে হবে।
অবিলম্বে আপার প্রাইমারী মেধা তালিকা অন্তর্ভুক্ত ,যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সেলিং ও জয়েনিং দিতে হবে।

আপার প্রাইমারী নিয়োগে দ্রুত ন্যায়বিচার ও জয়েনিং চাই।

আপার প্রাইমারি নিয়োগে অবিলম্বে সেকেন্ড কাউনসেলিং নোটিফিকেশন জারি করতে হবে।

আপার প্রাইমারী ২০১৬ পঞ্চম থেকে ৮ম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, দ্রুততার সহিত শেষ করতে হবে।

এই প্রচন্ড তাপদাহে এতোটুকু বিচলিত হননি, আপার প্রাইমারি 2016 চাকুরী প্রার্থীরা। কয়েকশো চাকুরী প্রার্থী একত্রিত হয়ে আজ এই মিছিল করেন ও পায়ে পা মেলান, অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই ,ন্যায় বিচার চাই এবং যোগ্য প্রার্থীদের চাকরি চাই। আর আমরা রাজপথে নয়, স্কুলে যেতে চাই। দশটি বছর আমাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, আর অপেক্ষা নয়, চাকরি চাই।

 

Share this post

PinIt
scroll to top