চিতলমারীতে হীরা ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

435094125_792467292819080_3156072620087674465_n.jpg

দেশের তথ্য ডেস্ক।। (প্রদীপ মন্ডল বাগেরহাট প্রতিনিধি):- বাগেরহাটের চিতলমারীতে চলতি বোরো মৌসুমে রোগ-বালাই সহিষ্ণু বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড হীরা ধানের  বাম্বার ফলন হয়েছে।

চাষকৃত জমিতে বিগত যে কোন বছরের থেকে এ বছরে ধানের ফলন তুলনামূলক অনেক ভালো এমনটি জানিয়েছেন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কীর্ত্তনখালী গ্রামের হাইব্রীড হীরা ধান-৯ এর প্রদর্শনী চাষি বিলাশ মন্ডল ও লিটন মন্ডলসহ এলাকার অধিকাংশ কৃষক।  বুধবার  বিকাল ৩ টায় সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর হাইব্রিড হীরা ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠানের তারা এসব কথা জানান।

মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্য রবিন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও বাগেরহাট রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোর্শেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম হীরা ধানের সিনিয়র এজিএম কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন- জাজিরা জোনের জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, চিতলমারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার মণ্ডল, স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উষা বিশ্বাস,  সুপ্রীম সীডের চিতলমারী ডিলার ও মেসার্স সেতু ট্রেডার্সের সত্ত্বাধিকারী রেজাউল করিম।

মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক চাষি অংশ গ্রহণ করেণ। একই সাথে তারা আগামীতেও সুপ্রীম সীডের হীরা ধানের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেণ।

 

 

Share this post

PinIt
scroll to top