চিতলমারীতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

434999574_1122767722362548_1281831579697088376_n.jpg

চিতলমালী বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীতে প্রান্তিক মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে লাভ জনক উপায়ে মৎস্য চাষ, পরামর্শ ও মৎস্য চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় সদর ইউনিয়নের শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালল কক্ষে জেনারেল এ্যাগ্রোভেট লিমিটেডের উদ্যোগে ও স্থানীয় সাব ডিলার পবিত্র এন্টারপ্রাইজ সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেণ। এ সময় উপস্থিত ছিলেন জেনারেল এ্যাগ্রোভিট লিমিটেডের রিজিওনাল সেলস ইনচার্জ মনোয়ার হোসেন, মৎস্যবিদ মোঃ গোলাম মোস্তফা, বাগেরহাট অঞ্চল মার্কেটিং অফিসার অমিত বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার, ইউপি সদস্য অনির্বান মণ্ডল, সমাজ সেক সাধন বৈরাগী, স্থানীয় সাব ডিলার ও পবিত্র এণ্টারপ্রাইজের সত্ত¡াধিকারী সাংবাদিক শেখর ভক্ত প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ৬০ জন প্রান্তিক মৎস্য চাষি অংশ গ্রহণ করেণ।

Share this post

PinIt
scroll to top