দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়পত্র জমা  

Debhata-Satkhira-Pix-1-scaled.jpg

দেবহাটা প্রতিনিধি||আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেবহাটায় ৯ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) শেষ দিনে উপজেলা পদে এসব প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য যে, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। এছাড়া আগামী ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি করার যাবে। এছাড়া ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আর ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মার্চ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

দেবহাটাকে বাল্যবিবাহ মুক্ত করতে গোলটেবিল সভা

দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ মুক্ত দেবহাটা উপজেলা ঘোষণা করতে গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) উপজেলা ৫টি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ ঘোষ। এছাড়া সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এসময় সভায় চেয়ারম্যানগন একমত পোষন করে বলেন, প্রত্যেকটা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত করতে পারলেই পুরো উপজেলাকে চাইল্ড ম্যারেজ ফ্রি উপজেলা ঘোষনা করা সম্ভব।

 

দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী আলফা’র বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলা

দেবহাটা প্রতিনিধি: খুলনায় ১২ পিচ স্বর্ণের বার সহ আসামী আটকের ঘটনায় অলফা-আলিম দুই সহদরসহ ৪ জনের নামে মামলা হয়েছে। গত ২০ এপ্রিল খুলনার শহরের জিরো পয়েন্ট এলাকায় মাসুম বিল্লাহ নামের এক যুবকে তল্লাশি করে ১২ স্বর্নের বারসহ তাকে আটক করে পুলিশ। এঘটনায় খুলনা লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী মাসুম বিল্লাহ’র স্বীকারোত্তিতে সাবেক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা ২য় আসামী, আলফার ভাই আলিম মেম্বর ৩য় আসামী, শাখরা গ্রামের দাউদ আলীর ছেলে আসাদুজ্জামান মিলনকে ৪র্থ আসামী হিসাবে নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করেছে পুলিশ।

উল্লেখ্য যে, আল ফেরদাউস আলফা আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক জেলা পরিষদের সদস্য। আলফার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে জিআর-৮৬৪, মাদক নিয়ন্ত্রণের জিআর-৮৯৭, জিআর-৬০৮/০৯ সহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া আলিম মেম্বরের বিরুদ্ধে সদর থানায় জিআর-৮৬৪ মামলা দায়ের আছে। তাছাড়া আলফা ও আলিম মেম্বরের বিরুদ্ধে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, মানবপাচারের অভিযোগ রয়েছে। সীমান্তের চোরাঘাট নিয়ন্ত্রণ করেন তারা।

তবে মাসুম বিল্লাহ নামের এক যুবক আটকের পর থকে চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফা সহ অন্যান্য আসামীরা এলাকা থেকে লাপাত্তা হয়েছেন। এমনকি তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ দেখাচ্ছে।

 

দেবহাটার পারুলিয়া গরুহাট পরিদর্শন করলেন ইউএনও

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া গরুহাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। রবিবার (২১ এপ্রিল) সাপ্তাহিক হাটে সরেজমিনে তদারকি করেন তিনি। উপজেলার অন্যতম বড় হাট এটি। এখানে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন পশু, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচা হয় এ হাটে। প্রতিবছর হাট টি ৮০ থেকে ৮৫ লাখ টাকা দামে ইজারা প্রদান করা হয়। দাম বেশি হওয়ায় এবছর প্রার্থী ইজারা গ্রহন করেননি। সে কারনে উপজেলা প্রশাসনের অধিনে খাসকালেকশনে সিদ্ধান্ত মোতাবেক খাজনা উত্তোলন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে পারুলিয়া ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান এ কাজ বাস্তবায়ণ করছেন। রবিবার হাটের দিনে সার্বিক খোঁজ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় হাটে আগত ক্রেতা-বিক্রেতা, পাশ ঘরের দায়িত্বদের সাথে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা খন্দকার আশরাফ, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য আব্দুর রাকিব সহ আরো অনেকে।

Share this post

PinIt
scroll to top