পাইকগাছায় তীব্র তাপদাহে খাবার স্যালাইন,পানি ও ক্যাপ বিতরন; পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর

435167880_984318006704526_5960635591945513282_n.jpg

 শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।তীব্র তাপপ্রবাহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে।গত কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপদাহে সাধারণ মানুষের পাশাপাশি গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকুল।দেশের অধিকাংশ এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে।বৈশাখের শুরু থেকেই তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠছে পাইকগাছা অঞ্চলের মানুষের জনজীবন।যেনো থার্মোমিটারের পারদ চড়ছে প্রতিদিনই। প্রচণ্ড এ গরমে মানুষের দুর্ভোগের সঙ্গে হাসপাতালেও বেড়েছে রোগীর সংখ্যা।আগুনঝরা আবহাওয়ায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। রবিবার পৌর সদর চৌরাস্তার মোড়ে এই তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু উষ্ণতা দিতে পৌর সদরে ভ্যান চালক, পথচারী ও ফুটপাতের দোকানদারের মাঝে মাথার ক্যাপ,খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন পৌরসভার আলোকিত মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সাংবাদিকদের বলেন সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে।এই তাপপ্রবাহের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সবাই যদি সচেতনভাবে চলা ফেরা করে তা হলে অসুস্থ হবে কম সংখ্যক মানুষ।তিনি আরো বলেন তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশস্তি দিতে পাইকগাছা পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এসকল উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান, কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ,রবিশংকর মন্ডল,আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক, কবিতা গাইন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top