মাগুরা জেলা হতে নন্দী মূর্তি-সংঘবদ্ধ চক্রের মূলহোতা সহ ০২ জন গ্রেফতার

6d103056-0763-4f09-a2f4-13a1a4c0465f.jpg

দেশের তথ্র‌্যায ডেস্ক।।  ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, মাগুরা জেলার সদর থানাধীন আলমখালী বাজার গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ও কষ্টিপাথরের (ব্লাক বেসেল্ট) নন্দী মূর্তি পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১২.১৫ ঘটিকার সময় মাগুরা জেলার সদর থানাধীন ০১ নং হাজীপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড শ্রীরামপুর উত্তর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কষ্টিপাথরের (ব্লাক বেসেল্ট) নন্দী মূর্তিসহ ০২(দুই) জন মূর্তি-সংঘবদ্ধ পাচারকারী চক্রের মূলহোতা সহ আসামী- ১। মোঃ মনিরুল শেখ (৪৮), পিতা- মৃত হাসেম আলী শেখ, ২। মোঃ আছিফ (২০), পিতা- মোঃ মনিরুল শেখ, উভয় সাং- শ্রীরামপুর, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে কষ্টিপাথরের (ব্লাক বেসেল্ট) নন্দী মূর্তি, যাহার মূল্য আসামীদের কথিত মতে অনুমান ০১ (এক) কোটি টাকা এবং যাহার ওজন প্রায় ৩০.১৫০(ত্রিশ দশমিক একশত পঞ্চাশ) কেজিসহ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top