মেহেদী হাসান বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাট উপজেলাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা ও অসাম্প্রদায়িক ফকিরহাটের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ দোয় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার শাহ আউলিয়াবাগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী পেশার শান্তিকামী মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ দোয়া অনুষ্ঠান থেকে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিশৃঙ্খলপূর্ণ জনপদকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ শান্তি, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক ফকিরহাটের রূপান্তরিত করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে সরকার বাংলাদেশের একমাত্র স্মার্ট উপজেলা হিসেবে ফকিরহাটে পাইলট প্রকল্প গ্রহণ করেছে। মহামারির সময়ে জীবন রক্ষাকারী করোনাভাইরাসের শতভাগ টিকা প্রদানে দেশের মধ্যে প্রথম হয়েছে ফকিরহাট। বর্তমানে ফকিরহাটবাসীর উন্নয়ন ও কল্যানে নিরলসভাবে কাজ করায় স্বপন দাশকে পুণরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে একটি বিশাল শান্তি শোভাযাত্রা ফকিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।